West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর তৃতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ জুলাই মুখোমুখি হবে WI বনাম AUS। জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে (Sabina Park, Kingston, Jamaica) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুটি দাপুটে ম্যাচ জয়ের পর, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে। অজিরা দ্বিতীয় টেস্টে উইন্ডিজদের ১৩৩ রানে পরাজিত করেছে এবং এখন তৃতীয় ম্যাচের দিকে এগিয়ে যাচ্ছে অজেয় হয়ে সিরিজ শেষ করতে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ানে সাত বছরের মধ্যে প্রথম দিন-রাত্রির টেস্ট খেলতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ এমনিতে না হলেও পিঙ্ক বলে অজিদের বিপক্ষে বেশ ভালো। তাদের একমাত্র জয় এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায়। WI vs AUS 3rd Test Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট
West Indies is the only team to beat Australia in a day-night Test match. 🏏
Can they do it again in Jamaica? 👀#Cricket #Test #WIvAUS #Sportskeeda pic.twitter.com/KHATPXb46j
— Sportskeeda (@Sportskeeda) July 12, 2025
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ (অধিনায়ক) শাই হোপ (উইকেটরক্ষক) জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, শামার জোসেফ, জেডেন সিলস, টেভিন ইমল্যাচ, অ্যান্ডারসন ফিলিপ, কেভলন অ্যান্ডারসন, মিকাইল লুইস, জোহান লেইন।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ স্যাম কনস্টাস, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, স্টিভ স্মিথ, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, মার্নাস লাবুশেন, ম্যাথু কুনেমান।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ?
১২ জুলাই জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে (Sabina Park, Kingston, Jamaica) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।