সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যাডিলেড টেস্টে মাঠে হওয়া উত্তপ্ত বাক্য বিনিময় কাণ্ডের জেরে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড (Travis Head)-দু'জনকেই শাস্তি দিল আইসিসি (ICC)। তবে সিরাজের আর্থিক জরিমানা হলেও, হেডের শুধু ডিমেরিট পয়েন্ট প্রাপ্তিতেই শাস্তি মিটে গেল।
গোলাপী বলের দিনরাতের টেস্টে ব্যক্তিগত ১৪০ রানে হেড-কে আউট করার পর উত্তেজিত হয়ে আগ্রাসী ভঙ্গিতে অজি ব্যাটারকে বাইরের পথ দেখান সিরাজ। সেটা দেখে সিরাজকে পাল্টা দিয়ে হেড-ও কটূক্তি করেন। এই কারণে দুজনকেই এক ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেব দিল আইসিসি। আইসিসির কোড অফ কনডাক্ট লঙ্ঘনের জন্য দেওয়া ডিমেরিট পয়েন্ট হল এমন এক শাস্তি, যে পয়েন্ট বেশী হয়ে গেলে নির্বাসিত বা সাসপেন্ড হওয়ার আশঙ্কা থাকে। তবে অপরাধের বিচার করে সিরাজকে ম্যাচ পারিশ্রমিকের ২০ শতাংশ কাটা হলেও, হেডকে আর্থিক জরিমানা করা হল না। মানে শাস্তিটা হেডের থেকে বেশী পেলেন সিরাজই।
দেখুন ভিডিয়ো
Siraj shouldn't have been aggressive to a superior Australian.
Instead he should have said sorry to Travis Head for getting his wicket 🫡pic.twitter.com/I4wmkhKHP2
— Dinda Academy (@academy_dinda) December 7, 2024
কিন্তু দু'জনেই ঝামেলায় জড়ালেও কেন সিরাজের শাস্তি বেশী? জানা গেল, যেহেতু সিরাজই উত্তপ্ত বাদানুবাদ শুরু করেন, এবং ভাষার প্রয়োগ, আচরণে অনেক বেশী আক্রমণাত্মকভাব ছিল তাই ভারতের তারকা পেসারের আর্থিক জরিমানা হলেও অজি ব্য়াটার বেঁচে গেলে। পাশাপাশি বলা হল যে হেতু সিরাজ কোনও প্রতিক্রিয়ার জন্য প্ররোচিত করেছেন তাই শাস্তি বেশী।
সিরাজের সঙ্গে বাদানুবাদ কাণ্ড নিয়ে হেডের যুক্তি ছিল, ভারতের পেসারকে তিনি শুধু বলেছিলেন, গুড বল। সেটা ও বুঝতে না পেরে আক্রমণ করে। সিরাজ হেডের এই কথা উড়িয়ে বলেছিলেন, তাহলেও আমি ওকে খারাপ কিছু বলিনি, শুধু বলেছিলাম, ভাল ব্যাট করেছো। দুই দলের দুই অধিনায়ক এই কাণ্ডে তাদের দলের ক্রিকেটারের পাশেই দাঁড়িয়েছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফি এখন ১-১ দাঁড়িয়ে। পার্থে ভারত ২৯৫ রানে জিতেচিল, এরপর দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে ১০ উইকেটে অস্ট্রেলিয়া জিতে নিয়ে সিরিজে সমতায় ফেরে। এবার ব্রিসবেনের গাব্বায় ১৪ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট।