সৌদি আরবে আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2025) ইতিহাস। মাত্র ১৩ বছর বয়েসের ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)-কে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হয়ে গেলে বিহারের ছেলে বৈভব সূর্যবংশী। আইপিএলের থেকেও ছোট, কিন্তু এর মধ্যেই শুধু ক্রিকেটীয় চুক্তিতে দেশের প্রথম কোটিপতি।
এবারের আইপিএলের নিলামে ১৩ বছরের বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। সেখান থেকে নিলামের দর কষাকষিতে বৈভবকে দলে পেতে ১ কোটি ১০ লক্ষ খরচ করে ফেলল রাজস্থান। বিষ্ময় প্রতিভা বৈভব হল খাঁটি রত্ন, তাই তাঁর পিছনে এত খরচ হল বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সময় জন্ম হয় বাঁ হাতি ব্যাটার ও স্পিনার বৈভবের। আইপিএলে যখন ও নামবে তখন অবশ্য ওর বয়স ১৪ বছর হয়ে যাবে। আর মাস তিনেক বাদেই ওর ১৪তম জন্মদিন।
দেখুন খবরটি
Bihar's Vaibhav Suryavanshi was born right in the middle of India's victorious 2011 World Cup campaign.
13 years later, he gets picked up in the IPL auction by the Rajasthan Royals for 1.1 crores!
What were you doing when you were 13? pic.twitter.com/2sxn7H5wpy
— Joy Bhattacharjya (@joybhattacharj) November 25, 2024
বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তার পর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। সেই তুলনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও সেভাবে প্রতিভার ঝলক দেখাতে পারেনি সে। ১০ ইনিংসে করেছে ১০০ রান। গড় ৪১।
১২ বছর ২৮৪ দিন বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে বৈভবের। সেই সুবাদে কম বয়সের রঞ্জি খেলার বিষয়ে সচিন তেন্ডুলকর-কে ছাপিয়ে যায় বৈভব। সেই সঙ্গে বৈভব ছিল ভারতের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার যে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫টি ম্যাচ খেলে বৈভব করেছে মোট ১০০ রান। ওর ব্যাটিং প্রতিভা দেখে মুগ্ধ অনেকে।
রঞ্জিতে খেলতে নামার আগে ভারতীয় অনূর্ধ্ব ১৯ এ দল, ভারত অনূর্ধ্ব ১৯ বি দলের হয়েও খেলেছে এই বিস্ময় বালক।