প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে ২৩ জন ক্রিকেটারের। তবে দামী ক্রিকেটার নেওয়ার মতো ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেট রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে। IPL Auction 2024: কবে আইপিএলের নিলাম? কার পার্সে রয়েছে কত টাকা? জানুন সব খুঁটিনাটি
দেখুন সর্বোচ্চ বেস প্রাইজের তালিকা
-হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
- ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
- রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)
- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
- জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা)
- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
- ক্রিস ওকস (ইংল্যান্ড)
- জশ ইংলিস (অস্ট্রেলিয়া)
-লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)
- জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
- মুজিব উর রহমান (আফগানিস্তান)
- জেমি ওভারটন (ইংল্যান্ড)
- ডেভিড উইলি (ইংল্যান্ড)
-বেন ডাকেট (ইংল্যান্ড)
- মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
- আদিল রশিদ (ইংল্যান্ড)
-রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)
- জেমস ভিন্স (ইংল্যান্ড)
- শন অ্যাবট (অস্ট্রেলিয়া)
- হর্ষল প্যাটেল (ভারত)
- শার্দূল ঠাকুর (ভারত)
-উমেশ যাদব (ভারত)