Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৬ নভেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (PAK বনাম SA)। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে (Iqbal Stadium, Faisalabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচটি দুই উইকেটের ব্যবধানে জিতেছে। প্রোটিয়াসরা প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারের মধ্যে ২৬৩ রানে অলআউট হয়। যেখানে কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং লুহান ড্রে প্রেটোরিয়াস (Lhuan-dre Pretorius) যথাক্রমে ৬৩ এবং ৫৭ রান করেছেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ (Naseem Shah) এবং আবরার আহমেদ (Abrar Ahmed) তিনটি করে উইকেট নেন। জবাবে সলমন আলী আঘা (Salman Ali Agha) ৭১ রান করে পাকিস্তানকে সহজে জয় এনে দেন। PAK vs SA 1st ODI Result: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডেতে জিতল শাহিন শাহ আফ্রিদির দল
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
Swift changes! 🏏
As the T20I series reaches its conclusion today, attention quickly turns to the ODIs. 🔥 #TheProteas Men will be eager to stamp their authority in the 3-match ODI series as they wrap up their tour of Pakistan. 🇿🇦 pic.twitter.com/o6q6JKbIjK
— Proteas Men (@ProteasMenCSA) November 1, 2025
কোথায় দেখবেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল (Where to Watch South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team)
পাকিস্তান স্কোয়াডঃ ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেন তালাত, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), নাসিম শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ খান, ফাহিম আশরফ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), ডোনোভান ফেরেইরা, ডোনোভান কেশিলে, জর্জ লিন্ডে, করবিন বশ, বিয়র্ন ফর্টুইন, লুঙ্গি এনগিডি, লিজাদ উইলিয়ামস, ওটনেল বার্টম্যান, নান্দ্রে বার্গার, নাকাবায়োমজি পিটার, রুবিন হারমান।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
৬ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে (Iqbal Stadium, Faisalabad) আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টেয়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনেও দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।