Brian Bennett and Ben Curran (Photo Credit: Zimbabwe Cricket/ X)

Zimbabwe National Cricket Team vs New Zealand National Cricket Team: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ৩০ জুলাই বুলাওয়ের কুইনস স্পোর্ট ক্লাবে শুরু হবে। দ্বিতীয় টেস্টও একই স্থানে অনুষ্ঠিত হবে, যা ৭ আগস্ট শুরু হবে। এই সিরিজটি ২০২৫-২০২৭ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চলমান চক্রের অংশ নয়। এর আগে এই দুই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে জিম্বাবয়ের বিরুদ্ধে এক ইনিংস ও ২৩৬ রানের জয়ের মাধ্যমে কুইন্স স্পোর্টস ক্লাবে দুই ম্যাচের সিরিজ জয় করে নিয়ে সম্পূর্ণভাবে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। জিম্বাবয় আগামী এই সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে। এদিকে, নিউজিল্যান্ডের স্কোয়াডে নেই কেন উইলিয়ামসন (Kane Williamson) এবং মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) অনুপস্থিতি। Finn Allen, ZIM Tri Nation T20I Series: জিম্বাবয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ফিন অ্যালেন, একনজরে সূচি

জিম্বাবয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড

উইলিয়ামসন তার কাউন্টি প্রতিশ্রুতির কারণে উপলব্ধ থাকবেন না। এরপর হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলবেন তিনি। অপরদিকে ব্রেসওয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (MLC) খেলছেন এরপর তিনিও হান্ড্রেডের অংশ হতে যাচ্ছেন। ফাস্ট বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) এবং বেন সিয়ার্স (Ben Sears) বিভিন্ন কারণে টুর্নামেন্টে নেই। জেমিসন প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় থাকার কারণে উপলব্ধ নন, আর সিয়ার্স চোট পেয়েছেন যা সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ লাগবে। তবে বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল (Ajaz Patel) নিউজিল্যান্ড দলে প্রথমবারের মতো ফিরেছেন। এছাড়া ফিরছেন বাঁ-হাতি ব্যাটসম্যান হেনরি নিকোলসও (Henry Nicholls), তিনি ২০২৩ সালের পর প্রথমবার দলে ফিরছেন।

জিম্বাবয়ে বনাম নিউজিল্যান্ড টেস্ট সূচি ২০২৫

প্রথম টেস্ট- ৩০ জুলাই থেকে ৩ আগস্ট কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েতে।

দ্বিতীয় টেস্ট- ৭ আগস্ট থেকে ১১ আগস্ট কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েতে।

জিম্বাবয়ে বনাম নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

জিম্বাবয়ে স্কোয়াড- এখনও ঘোষিত নয়।

নিউজিল্যান্ড স্কোয়াড- টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও 'রুরকে, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, উইল ইয়াং।

জিম্বাবয়ে বনাম নিউজিল্যান্ড টেস্ট সরাসরি সম্প্রচার

সময় দুপুর ১ঃ৩০টায়

টেলিভিশন ভারতে এই ম্যাচ টিভিতে সম্প্রচার করা হবে না।

অনলাইনে লাইভ স্ট্রিমিং অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।