আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাউরিচ (Shane Dowrich)। ESPNCricinfo-এর খবর অনুসারে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন হোম সিরিজে ওয়ানডে ম্যাচে নির্বাচিত হওয়ার পর ৩২ বছর বয়সী এই ক্রিকেটার দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে অ্যান্টিগায় রবিবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে ডাউরিচের পরিবর্ত হিসেবে কারও নাম নেয়নি নির্বাচক কমিটি। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন ডাউরিচ। এরপর স্থানীয় সুপার৫০ কাপে (Super50 Cup) ফিরে আসেন তিনি এবং পাঁচ ইনিংসে ২৩৪ রান করেন, যেখানে তাঁর গড় ৭৮ ও স্ট্রাইক রেট ৯১.৭৬। তবে ডাউরিচের অনুপস্থিতিতে শাই হোপকেই (Shai Hope) হয়তো অধিনায়কত্বের সঙ্গে কিপিংও করতে হবে। যেহেতু ওয়ানডে দলে নিকোলাস পুরানও ( Nicholas Pooran) নেই এবং নির্বাচকরা নতুন নামও দেয়নি তাই এটাই হতে পারে শেষ উপায়। Darren Bravo Retires: ইংল্যান্ড সিরিজে মেলেনি জায়গা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেন ড্যারেন ব্রাভো
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডঃ শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), আলেক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, কোর্ন ওটলে, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।
West Indies wicketkeeper Shane Dowrich has announced his immediate international retirement, withdrawing from their ODI squad to face England.
The last of his 35 Tests was in December 2020, while his only ODI appearance came against Bangladesh in Dublin in 2019 🏝️ pic.twitter.com/dofuttFgSn
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 30, 2023