WI ODI Team (Photo Credit: Windies Cricket/ X)

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন শিমরন হেটমায়ার। ২০২৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষেই শেষবার এই ফরম্যাটে খেলেন হেটমায়ার। ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর এই ফরম্যাটে একটিও হাফ সেঞ্চুরি নেই তাঁর। শ্রীলঙ্কা সফরে যাওয়া ১৫ সদস্যের দলে থাকা অ্যালিক আথানাজের জায়গায় যোগ দিয়েছেন হেটমায়ার। আথানাজে সিরিজে ১০ এবং ১ রান করেছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ তাঁকে শেষ ওয়ানডে থেকে বাদ দেয়। যদিও প্রথম টি২০ জিতে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ভালো শুরু করে তবে তারা টি২০ সিরিজ হেরে যায় এবং তারপরে প্রথম দুটি ওয়ানডেতেও হেরে যায় তারা। শেষ ম্যাচে এভিন লুইস আথানাজের পরিবর্তে তিন বছর পর ওয়ানডে একাদশে জায়গা করে নেন এবং ফিরেই দ্রুত সেঞ্চুরি করেন। প্রসঙ্গত, শেষ ওয়ানডেতে অভিষেক হলেও ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া ১৭ বছর বয়সী জুয়েল অ্যান্ড্রু দলে নিজের জায়গা ধরে রেখেছেন। SL vs WI 3rd ODI Result: এভিন লুইসের শতকে ১৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে জয় ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড স্কোয়াড (WI vs ENG Squad)

ওয়েস্ট ইন্ডিজঃ শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, জুয়েল অ্যান্ড্রু, শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ইংল্যান্ডঃ লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), জর্ডান কক্স, মাইকেল পেপার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, স্যাম কারান, উইল জ্যাকস, ড্যান মুসলে, জেমি ওভারটন, রেহান আহমেদ, জোফরা আর্চার, জাফর চৌহান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, রিস টপলি ও জন টার্নার।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড সূচি (WI vs ENG Schedule)

প্রথম ওয়ানডে: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, নর্থ সাউন্ড, অ্যান্টিগা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে: শনিবার, ২ নভেম্বর ২০২৪, নর্থ সাউন্ড, অ্যান্টিগা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম

তৃতীয় ওয়ানডে: বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ব্রিজটাউন, বার্বাডোজ, কেনসিংটন ওভাল