WI Squad, BAN vs WI Series: ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর ওয়েস্ট ইন্ডিজ এবার বাংলাদেশ সফরে যাবে। সেখানে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট অনেক আগেই নিশ্চিত করেছে যে তিন-ম্যাচের ওয়ানডে সিরিজটি ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এরপর টি২০ ম্যাচগুলি চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মাতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্বে জাহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত) অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ১৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে, এর পরের দুটি ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ২০ এবং ২৩ অক্টোবর। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে এই ম্যাচ খেলতে নামবে। ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। দলে অধিনায়কের দায়িত্বে রয়েছেন শাই হোপ (Shai Hope)। AFG vs BAN 3rd ODI Scorecard: বাংলাদেশকে ২০০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় আফগানিস্তানের
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
Next stop: Bangladesh🌏
3 ODIs & 3 T20Is loading...⏳ #BANvWI | #MenInMaroon pic.twitter.com/s2cH6klnZC
— Windies Cricket (@windiescricket) October 14, 2025
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডঃ শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্টে, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সূচি
প্রথম ওয়ানডেঃ ১৮ অক্টোবর (ঢাকা)
দ্বিতীয় ওয়ানডেঃ ২০ অক্টোবর (ঢাকা)
তৃতীয় ওয়ানডেঃ ২৩ অক্টোবর (ঢাকা)