ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার লর্ডস স্টেডিয়ামে দেখা গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসকে। ১৯৭৪ সালে ২২ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন রিচার্ডস । ১২১ টি টেস্ট ম্যাচ ও ১৯৯৩ সাল অবধি ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে জুড়ে থাকা ক্যারিয়ারে, তিনি ৮৫৪০ রান করেন এবং নিজেকে সর্বকালের সবচেয়ে বিপদজনক ও কিংবদন্তি ব্যাটসম্যানদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেন। লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে বিখ্যাত ক্রিকেট তারকাদের তৈলচিত্র রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচের মাঝে রিচার্ডস তার সেই প্রতিকৃতির সঙ্গে পোজ দিয়েছেন। "লর্ডস ক্রিকেট গ্রাউন্ড" সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন সহ ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটারের সেই ছবি শেয়ার করেছেন। দেখে নিন এক ঝলকে-
A pleasure to welcome you back to Lord's, @ivivianrichards 🙌#LoveLords | #ENGvWI pic.twitter.com/y5LRHxzkAh
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 11, 2024