সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ভাইরাল বিরাট কোহলির (Virat Kohli Hotel Room) হোটেল রুমের ভিডিও। নেটিজেনরা তা দেখে আনন্দ পেলেও যার ঘরের ভিডিও সেই বিরাট কিন্তু রেগে গিয়েছিলেন প্রথমে ও তারপর রেগে গিয়ে ভক্তদের উদ্দেশ্যে করেছিলেন একটি ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে গোপনীয়তা নিয়ে প্রশ্ন করেছিলেন বিরাট। এবার সেই ভিডিওর জেরে অভিযুক্ত কর্মীদের অপসারণ করল অস্ট্রেলিয়ার ক্রাউন পারথ হোটেল কর্তৃপক্ষ (Crown Perth)। এছাড়া বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছেও ক্ষমা চেয়ে পত্র পাঠাল তাঁরা। দেখে নেব কি বলল তাঁরা-
Crown, Perth’s official statement post a staff recorded the videos of #ViratKohli𓃵’s hotel room. #breachofprivacy #privacy #T20WorldCup pic.twitter.com/aO7cfUxMNV
— Bhrigu Bagga (@BaggaBhrigu) October 31, 2022