কানপুর, ১ অক্টোবর: বৃষ্টি বিঘ্নিত কানপুরে মাত্র ১৭৩ ওভারেই টেস্ট জিতে বাংলাদেশকে ২-০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া। কানপুরেই ভারতের মাটিতে শেষবারের মত টেস্ট খেলে ফেললেন বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশে নাটকীয় কায়দায় ক্ষমতা বদলের পর শেখ হাসিনার দলের সাংসদ সাকিব বড় চাপে আছেন। সাকিবের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। আগামী ২১ অক্টোবর থেকে মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে ফেরা নিয়ে জটলিতা ও গ্রেফতারির আশঙ্কা থাকছে সাকিবের। আর তাই ৩৭ বছরের তারকা বাংলাদেশী অলরাউন্ডার ঘোষণা করেছেন, দেশে ফিরতে না পারলে তিনি আর কখনও টেস্ট খেলবে না।
বিসিবি কর্তারাও আর সাকিবকে নিয়ে বড় আশা রাখছেন না। আর তাই কানপুরে সাকিবকে ফেয়ারওয়াল পুরস্কার হিসেবে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি। সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে সাকিবের সঙ্গে হাসতে হাসতে গল্প করতে দেখা যায় কোহলিকে।
সাকিবকে উপহার কোহলির
Virat Kohli gifted his signed bat to Shakib Al Hasan pic.twitter.com/Dbj92nqrhy
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) October 1, 2024
কানপুরে প্রথম ইনিংসে কোহলিকে আউট করেছিলেন সাকিব। বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব দেশের জার্সিতে ৭১টি টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬টি উইকেট সংগ্রহ করেছেন। পাশাপশি তিনি ২৪৭টি ওয়ানডে ও ১২৯টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সাকিবের। ১৭ বছর ধরে টেস্ট খেলে বহু স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব।
কানপুর টেস্টে তেমন কিছু করতে পারেননি সাকিব। প্রথম ইনিংস ৯ ও দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন তিনি। তবে প্রথম ইনিংসে বল হাতে ৭৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।