মোতেরায় চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ তথা শেষ টেস্ট (India vs England 4th Test)। এদিকে ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন বাক্য বিনিময়ে জড়ালেন বিরাট কোহলি (Virat Kohli) এবং বেন স্টোকস (Ben Stokes)। আম্পায়াররা হস্তক্ষেপ করে দু'জনকে সরিয়ে দেন। ইংল্যান্ডের অলরাউন্ডার সবেমাত্র ব্যাট করতে আসার পরেই এই ঘটনা ঘটেছিল। ১৩ ওভারের শেষ বলে সিরাজ বেন স্টোকসে একটি বাউন্সার দেন। এরপরই স্টোকস সিরাজকে কিছু বলেন। সিরাজকে পাল্টা সেইভাবে কিছু বলতে দেখা যায়নি। এরপরই কোহলি এগিয়ে এসে বেন স্টোকস এবং জনি বেয়ারস্টোর সঙ্গে কথা বলতে শুরু করেন। কথাবার্তার শুরুতে কোহলিকে কিছুটা হাসতে দেখা যায়। কথাবার্তা কিছুক্ষণ চলতে থাকে।পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই আম্পায়াররা এসে দু'জনকে আলাদা করেন।
যাইহোক, বাক্য বিনিময় ওখানেই শেষ হয়নি। স্টোকস যখন ক্রিজে ফিরে যাচ্ছিলেন, দুই ক্রিকেটার আবারও বাক্য বিনিময় শুরু করেন। এবার আম্পায়ার বীরেন্দ্র শর্মা এগিয়ে এসে আবারও দুজনকে আলাদা করেন। আরও পড়ুন: Virat Kohli: ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার, ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড
What’s going on here lads? 🇮🇳🏴#INDvENG pic.twitter.com/lThox51Pp4
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) March 4, 2021
ইংল্যান্ড টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ষষ্ঠ ওভারেই ডমিনিক সিবলিকে (২) এলবিডব্লু করে দেন অক্সার প্যাটেল। পরে জাক ক্রলিকেও (৯) আউট করেন তিনি। এরপর সিরাজ এলবিডব্লু করে দেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে (৫)।