Vijay Shankar gets married (Photo Credits: Instagram)

বিয়ে করলেন ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্কর (Vijay Shankar)। পাত্রী বৈশালী বিশ্বেশ্বরণ (Vaishali Visweswaran)। ঘরো অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলে খেলেছেন বিজয়। দলের খেলোয়াড়কে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে তারা। বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবিও তারা শেয়ার করেছে ইনস্টাগ্রামে। গত বছরের ২০ আগস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের বাগদানের কথা ঘোষণা করেছিলেন বিজয় শঙ্কর। বাগদত্তার সঙ্গে দুটি ছবিও আপলোড করেছিলেন। সেই সময় তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়ার, অভিনব মুকুন্দ।

৩০ বছরের বিজয় শঙ্কর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পাননি। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর প্রথম আন্তর্জাতিক অভিষেক হয় এক বছর পরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতীয় দলে ছিলেন। আরও পড়ুন: Sourav Ganguly Health Update: সৌরভকে দেখতে কলকাতায় আসছেন দেবি শেঠি, আজ অ্যাঞ্জিওগ্রাম

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলেন তিনি। এবারাও তাঁকে ধরে রেখেছে দলটি।