Varun Chakaravarthy. (Photo Credits: X)

জোহানেসবার্গ, ১০ নভেম্বর: বরুণ-দেবের অশেষ কৃপাতেও বাঁচল না ম্যাচ। নাইট রাইডার্সের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ((Varun Chakaravarthy)-র অবিশ্বাস্য স্পেলের পরেও রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে গেল ভারত। ফলে চার ম্যাচের টি-২০ সিরিজের ফল হয়ে গেল ১--১।  জয়ের জন্য ১২৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা একটা সময় ২ উইকেটে ৪৪ রানে সুবিধাজনক অবস্থায় ছিল। কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়ার স্পিনার বরুণ চক্রবর্তীর ১৭ রানে ৫ উইকেটের স্পেলে ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে এসেছিল। ২ উইকেটে ৪৪ থেকে ২৮ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ৬৬ হয়ে গিয়েছিল।

এমনকী রবী বিষ্ণুই দক্ষিণ আফ্রিকার ৮৬ রানে সপ্তম উইকেটটাও তুলে নিয়েছিলেন। তিন ওভারে তিনটি উইকেট নেন বরুণ। বরুণের ঘূর্ণিতে পরপর আউট হন রেজা হেনরিকস (২৪), আইডেন মার্করাম (৩), মার্কো জেনসেন (৭), হেনরিক ক্লাসেন (২) ও ডেভিড মিলার (০)।

ম্যাজিকাল স্পেল বরুণ চক্রবর্তীর

তখন মনে হচ্ছিল, আজই দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজ জিতে নেবে বিশ্ব টি-২০ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। কিন্তু ক্রিস্টান স্টাবস (৪১ বলে ৪৭ অপরাজিত) ও আট নম্বের নামা টেলেন্ডার ব্যাটার জেরাল্ড কোতজে (৯ বলে ১৯ রান অপরাজিত) অষ্টম উইকেটে ২৬ বলে ৪২ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। ম্যাচের এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ক মাস আগে টি-২০ বিশ্বকাপ ফাইনালের মত চোক করলেন না প্রোটিয়া ব্যাটাররা। বুুধবার সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি আয়োজিত হবে। এরপর শুক্রবার জোহানেসবার্গে হবে সিরিজের শেষ তথা চতুর্থ টি-২০ ম্যাচ।

তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে একেবারে চমকে দিচ্ছেন ৩৩ বছরের কর্ণাটক জন্ম তামলিনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা নাইটদের লেগব্রেক গুগলি বোলার বরুণ। প্রথম টি-২০ ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন নাইটদের বিষ্ময় স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম পাঁচ উইকেট।