Harmanpreet Kaur with Smriti Mandhana. (Photo Credits: Twitter)

ICC Women’s T20 World Cup 2024 Updated Fixtures: আগামী ৩ অক্টোবর থেকে মহিলাদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে পুরস্কার মূল্য বাড়িয়ে দ্বিগুণ করা হল। গত বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপে পুরস্কার মূল্য যত ছিল, এবার তা দ্বিগুণেরও বেশী হয়ে গেল। চলতি বছর মহিলাদের টি টোয়ন্টি বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য হচ্ছে ৭৯ লক্ষ ৫৮ হাজার কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৬৩ লক্ষ ৪৫ হাজার টাকা। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৬০ লক্ষ টাকা)। গতবারের থেকে যা ১৩৪ শতাংশ বেশী। সেমিফাইনালে ওঠা দলেরা গতবারের চেয়ে ২২১ শতাংশ বেশী পুরস্কার মূল্য পাবে।

আগেই ঘোষণা হয়েছিল, রাজনৈতিক অশান্তির কারণে পূর্ব ঘোষণা মত বাংলাদেশে আয়োজিত হবে না মহিলাদের টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরবআমিরশাহি-তে ৩ অক্টোবর থেকে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে তা গত মাসেই ঘোষণা করা হয়েছিল। এবার জানানো হল দুবাই ও শারজা এই দুই মাঠে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সব খেলা হবে। বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে হতে চলা ৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। আর ২০ অক্টবোর ফাইনাল ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ লিগের ম্যাচে আগামী ৬ অক্টোবর ভারত-পাকিস্তানের মহারণটি আয়োজিত হবে দুবাইয়ে। গ্রুপ লিগের খেলায় হরমনপ্রীত কৌরদের প্রথম তিনটি ম্যাচ হবে দুবাইয়ে, আর শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবে শারজায়। একটি সেমিফাইনাল হবে দুবাইয়ে, অন্যটি শারজা।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ গ্রুপ বিন্যাস

গ্রুপ এ- ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গ্রুপ বি- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও স্কটল্যান্ড।

গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

প্রকাশিত হল মহিলাদের আসন্ন টি-২০ বিশ্বকাপের আপডেটেড ক্রীড়াসূচি

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ ভারতের ম্যাচগুলি--

৪ অক্টোবর- নিউ জিল্যান্ড- দুবাই

৬ অক্টোবর- পাকিস্তান-দুবাই

৯ অক্টোবর- শ্রীলঙ্কা- দুবাই

১৩ অক্টোবর-অস্ট্রেলিয়া- শারজা

প্রথম সেমিফাইনাল- ১৭ অক্টোবর, শারজা

দ্বিতীয় সেমিফাইনাল- ১৮ অক্টোবর, দুবাই

ফাইনাল-২০ অক্টোবর

দুবাই