India wins against UAE by 10 wickets (Photo Credit: X@ACCMedia1)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত জয় ছিনিয়ে আনল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (India U-19 Cricket team)।বুধবার (৪ ডিসেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমে ১০ উইকেটে জয় ছিনিয়ে আনে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে গ্রুপ এ থেকে সেমিফাইনালে চলে গেল ভারত।

ম্যাচে  টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আরব আমিরশাহী (United Arab Emirates National Cricket Team)। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারাতে শুরু করে। বাংলার পেসার যুধাজিৎ গুহ ৭ ওভারে ১৫ রান দিয়ে তিনটে উইকেট তুলে নেন। অন্যদিকে দুটো করে উইকেট তুলে নেন চেতন শর্মা এবং হার্দিক রাজ। একটি করে উইকেট পেয়েছেন কেপি কার্তিকেয় এবং আয়ুশ মাহত্রে। আরব আমিরশাহীর হয়ে সর্বাধিক ৩৫ রান করলেন মহম্মদ রায়ান। এছাড়া ওপেনার অক্ষত রাই ২৬ রান করেছেন। এছাড়া দলের বাকি ব্যাটাররা কেউ ২০-র চৌকাঠও স্পর্শ করতে পারেননি।

জয়ের জন্য  ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে ১৩৮ রানের টার্গেট ছিল। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং আয়ুশ মাহত্রে। পাকিস্তান এবং জাপান ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার বৈভব সূর্যবংশী সেভাবে রান করতে পারেননি। আইপিএলে কম বয়সী ক্রিকেটারের পারফরম্যান্স  তা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়ও। অবশেষে ৪৬ বলে ৭৬ রান করে জবাব দিলেন বৈভব। তাঁর এই ইনিংসে তিনটে বাউন্ডারি এবং ৬ টি ওভার বাউন্ডারি রয়েছে। অন্যদিকে ৫১ বলে ৬৭ রান করেন আয়ুশ। ১৩১.৩৭ স্ট্রাইক রেটে তিনি চারটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন।

ব্যাটে বলে পারফরম্যান্সের জন্য আয়ুশ মাহত্রের হাতে এই ম্যাচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।