ক্যানবেরার মানুকা ওভালে আজ বৃষ্টিতে খেলা বাতিল হয়ে যায় এবং পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচ ড্র হয়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শান মাসুদ (Shan Masood) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করে পাকিস্তানকে ৯ উইকেটে ৩৯১ রানে পৌঁছে দেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সফরে শান মাসুদের নেতৃত্বে ত্রুটিহীন ইনিংস ড্রেসিংরুমকে আত্মবিশ্বাসী করে তোলে। ২৯৮ বলে ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কায় ২০১ রানে অপরাজিত ছিলেন মাসুদ। ক্যানবেরায় অজি বোলিং ইউনিটকে খুব কমই সুযোগ দেন তিনি। যদিও নিয়মিত বিরতিতে সতীর্থদের উইকেট পড়তে থাকলেও অধিনায়ককে দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়। তবে অস্ট্রেলিয়ার জর্ডান বাকিংহাম, প্রথম ইনিংসেই মোট পাঁচ উইকেট নিয়েছেন। Abrar Ahmed Injured, PAK vs AUS: পায়ে চোট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন আবরার আহমেদ
Match drawn at Manuka as a wet pitch brings an early end to the #PMXIvPAK clash: https://t.co/32Msj2BAJV pic.twitter.com/8c0hvRhoFO
— cricket.com.au (@cricketcomau) December 9, 2023
এরপর ব্যাট করতে নেমে ৫৩ রানে ক্যামরন ব্যানক্রফটকে ফেরান খুররাম শেহজাদ এবং ৪৯ রানে মার্কাস হ্যারিসকে আউট করেন আবরার আহমেদ। গতকালও পাকিস্তান মাত্র ২ উইকেট নেয়ে পাকিস্তান দল। ৯৬ বলে ৪৬ রানে ফাহিম আশরাফের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ক্যামরন গ্রিন। এরপর যখন কোনো বোলারই অজিদের কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারেনি এবং স্কোর ৩০০ পার করে যায়, তখন বোলিং করতে আসেন ইমাম-উল-হক এবং ৪০ রান করা অধিনায়ক ন্যাথান ম্যাকসুইনিকে আউট করেন। তবে এখনও শতকের পর ক্রিজে টিকে রয়েছেন ম্যাট রেনশ। শেষ পর্যন্ত তিনি ৩৩৮ বলে ৮টি চার এবং ১টি ছক্কা মেরে অপরাজিত ১৩৬ রানে বিউ ওয়েবস্টারের সঙ্গে ব্যাটিং করেন। খেলার শেষ অজিরা ৪ উইকেটে ৩৬৭ রান করে এবং ম্যাচ সেরা হন শান মাসুদ।
Day 4️⃣ called off due to wet outfield! The four-day game against PM's XI is drawn 🏏@shani_official is named player of the match for his superb double ton 🏆#PMXIvPAK | #AUSvPAK pic.twitter.com/q5B44bbSoz
— Pakistan Cricket (@TheRealPCB) December 9, 2023