দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে দেশের বাইরে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে ভারত। তিলক ভার্মা (Tilak Varma) তার টানা দ্বিতীয় সেঞ্চুরি (১২০) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) পাঁচ ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরি (১০৯) করেন। ভারত তাদের ২০ ওভারের কোটায় মাত্র ১ উইকেট খুইয়ে ২৮৩ রান করেন। শুক্রবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের মনোবল ভেঙ্গে দেন ভারতীয় ব্যাটাররা। তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটে মাত্র ৮৬ বলে ২১০ রানের জুটি গড়েন। সঞ্জু স্যামসন টি-টোয়েন্টিতে তার অবিশ্বাস্য ফর্ম ধরে রেখেছেন। দ্বিপাক্ষিক সিরিজে দুটি সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। তিলক ভার্মা শীঘ্রই এই দলে যোগ দেন এবং ফের শতক করেন। গত মাসে ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের রেকর্ড গড়েছিল ভারত। এক মাসের ব্যবধানে তারা টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের দ্বিতীয় বৃহত্তম স্কোর করেছে। Anshul Kamboj 10 Wickets Stat: কাম্বোজের আগে প্রথমবার দশে দশ করেছিলেন এক বাঙালী, জানুন দশ উইকেটের পঞ্চ ব্যাঞ্জন
🚨 𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐀𝐥𝐞𝐫𝐭 🚨
ALSO...
2⃣1⃣0⃣* - Sanju Samson & Tilak Varma now hold a record for the highest stand for any wicket for #TeamIndia in T20Is 🔝
Live ▶️ https://t.co/b22K7t9imj#SAvIND pic.twitter.com/AgAffgMUR9
— BCCI (@BCCI) November 15, 2024
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের রেকর্ড ভাঙ্গা পারফরম্যান্স
-এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন। এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রাইলি রুশো, ফিল সল্ট ও সূর্যকুমার যাদবসহ ১০ জন ব্যাটসম্যান ২টি করে সেঞ্চুরি করেন।
-২০২৪ সালের অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রানের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। এই ফরম্যাটে ঘরের বাইরে এটাই তাদের সর্বোচ্চ স্কোর।
-টি-টোয়েন্টি ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি করার এটাই প্রথম নজির।
-প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি সিরিজে দুটি সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। তিলক ভার্মা শীঘ্রই সেই তালিকায় তাঁর সাথে যোগ দিয়েছেন।
-টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা পাঁচটি দলের স্কোরের তালিকায় ভারতের দুটি স্কোর রয়েছে।
-টি-টোয়েন্টি ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার (২৩) নতুন রেকর্ড গড়ল ভারত। গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে তারা যে ২২টি ছক্কা মেরেছিল আজ তা পেরিয়ে গেছে।
-ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তিলক ভার্মার (২০)। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির ১৩টি ছক্কাকে টপকে গিয়েছিলেন তিনি। সঞ্জু স্যামসনও কোহলির রেকর্ড টপকে সিরিজে ১৯ টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
-প্রথম ভারতীয় হিসেবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে পরপর সেঞ্চুরি করলেন তিলক ভার্মা।
-সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ২১০ রানের জুটি গড়েন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নামিবিয়ার বিপক্ষে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও মাইকেল লেভিটের ১৯৩ রানের ইনিংস খেলে। সেই রেকর্ড ভেঙ্গে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
-টি-টোয়েন্টিতে ৪১ বলে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করেন তিলক ভার্মা। রোহিত (৩৫) ও স্যামসন (৪০) এই তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।
-১২০ রান করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্বিতীয় সেরা ব্যক্তিগত স্কোর করেন তিলক। ১২৬ রান নিয়ে এই রেকর্ডের মালিক শুভমন গিল।
-ভারত ২০২৪ সালে ব্যাট হাতে আধিপত্য বিস্তার করেছে, তারা ক্যালেন্ডার বছরে খেলা ২৫টি ম্যাচের মধ্যে ১০টিতে ২০০ বা তার বেশি রান করেছে।