মেলবোর্ন: পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পরেই একটি আবেগঘন দৃশ্যের সাক্ষী হলেন মেলবোর্ন মাঠে আসা ক্রিকেটপ্রেমীরা। দলকে জিতিতে ফেরার পর বিরাট কোহলিকে (Virat Kohli) আলিঙ্গন ( Hug) করে অভিনন্দন জানালেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যে মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও।
রবিবার আইসিসি টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) প্রথম ম্যাচে একটি দুর্ধষ ইনিংস খেলে ভারতীয় টিমকে হারের লজ্জা থেকে বাঁচিয়ে পাকিস্তানকে পরাজিত করে বিরাট কোহলি। তাঁর সৌজন্যেই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (Melbourne Cricket Ground) উপস্থিত ৯০ হাজার দর্শকের সামনে পাকিস্তানকে দুরমুশ করে প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনেন ভারতীয় ক্রিকেটাররা। আর ম্যাচ শেষের পরেই আনন্দ উৎসবে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড়রা।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিরাট কোহলিকে কোলে তুলে নিয়ে উচ্ছ্বাস দেখাতে থাকেন। আর এই সব দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে কোহলিকে আকাশের দিকে তাকিয়ে ভারতের জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেখা যায়। এরপরই কোচ রাহুল দ্রাবিড়-সহ দলের খেলোয়াড় ও সাপোটিং স্টাফেরা কোহলিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে থাকেন।
The hug between the Head Coach Rahul Dravid and Virat Kohli. pic.twitter.com/vc16MOqCwD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 23, 2022