BAN Test Squad (Photo Credit: @DSBcricket/ X)

ঢাকা, ১২ অগাস্ট: আগামী ২১ অগাস্ট থেকে পাকিস্তানে শুরু হতে চলা দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল (bangl। দেশের উত্তাল অবস্থার মাঝে নাজমুল হোসেন শান্তো, তাসকিন আমহেদরা পাকিস্তানে খেলতে গেলেন। সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের উদ্দেশ্যে উড়ে গেলেন। বাংলাদেশ দলে আছেন শেখ হাসিনার দলের সাংসদ সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু টেস্টের সিরিজে সাকিব, তাসকিনরা খেলবেন যথাক্রমে রাওয়ালপিন্ডি ও করাচিতে। প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট থেকে শুরু। আর করাচিকে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ অগাস্ট থেকে। এখনও পর্যন্ত চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ৫টি ও বাংলাদেশ ৪টি টেস্ট খেলছে। পাকিস্তান ২২ পয়েন্টে তালিকায় পাঁচ নম্বরে, ও বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে আছে। শীর্ষে আছে ভারত (৯ ম্যাচে ৭৪)।

দেখুন ভিডিয়ো

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড-

নাজমুল হোসেন, মেহমুদুল্লা হাসান জয়, জাকির হাসান, শাদমান ইউলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, খালিদ আহমেদ।