Suryakumar Yadav Milestone Photo Credit: Twitter@mufaddal_vohra

ভয়াবহ চোট সারিয়ে আইপিএলে কেকেআর-এর জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স করে জাতীয় টি-২০ দলে ফিরলেন ৩৩ বছররে কর্ণাটকের বিদারের লেগ স্পিনার। দেশের হয়ে ৬টি টি টোয়েন্টি খেলা বরুণকে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রাখা হল। আগামী ৬ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের অবসরের পর তরুণ প্রজন্মের হাতেই টি-২০-র ভবিষ্যত ছাড়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সূর্যকমার যাদবের দলে পেস বোলিংয়ে আর্শদীপের সঙ্গে রাখা হয়েছে কেকেআর-এর জার্সিতে নজর কাড়া হর্ষিত রানা ও লখনৌ সুপার জায়েন্টের জার্সিতে ১৫৬ কিমি গতিবেগে বল করে চমকে দেওয়া মায়াঙ্ক যাদবকে। সব ঠিক থাকলে দেশের জার্সিতে প্রথমবার খেলতে দেখা যাবে হর্ষিত রানা ও মাায়ঙ্ক যাদবকে।

দেখুন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের স্কোয়াড

টি-২০ দলে রাখা হল সঞ্জু স্যামসনকেও। সঞ্জুর পাশাপাশি উইকেটকিপার হিসেবে আছেন জিতেশ শর্মা-ও। হার্দিক পান্ডের সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে শিবম দুবে-কেও। স্পিনার অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন ওয়াংশিটন সুন্দরকে। রিঙ্কু সিং, রিয়ান পরাগদের সঙ্গে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে সান রাইজার্সের হয়ে আইপিএলে নজরকাড়া নীতীশ রেড্ডি-কে। ওপেনার হিসেবে আছেন অভিষেক শর্মা। ঋতুরাজ গায়কোয়েড়, যশস্বী জয়সওয়ালদের মত তরুণ ওপেনারদের দলে রাখা হয়নি। বরং মিডল অর্ডার স্পেশালিস্ট ব্যাটারে ঠাসা দল গড়া হয়েছে। খুব সম্ভবত সঞ্জু স্যামসন-কে ওপেনার হিসেবে অভিষেক শর্মা-র সঙ্গে ব্যবহার করা হতে পারে। যুজবেন্দ্র চাহাল ফের স্কোয়াডে জায়গা পেলেন না। চাহালের পরিবর্তে রবি বিষ্ণো-ইর ওপরেই আস্থা রাখলেন নির্বাচকরা।

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকটেকিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের সূচি

প্রথম ম্যাচ- ৬ অক্টোবর, রবিবার, গোয়ালিয়র

দ্বিতীয় ম্যাচ- ৯ অক্টোবর, বুধবার, দিল্লি

তৃতীয় ম্যাচ- ১২ অক্টোবর, শনিবার, হায়দরাবাদ

(প্রতিটি ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্য়া ৭টা থেকে)