Rohit Sharma Tests Covid Positive: করোনা আক্রান্ত রোহিত শর্মা, টিম হোটেলেই রয়েছেন আইসোলেশনে
Rohit Sharma (Photo Credits: IANS)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরুর কয়েকদিন আগেই খারাপ খবর। করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিসিসিআই (BCCI) জানিয়েছে, শনিবার রোহিত শর্মার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) করা হয়। তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে টিম হোটেলে বিচ্ছিন্ন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।"

ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক টেস্ট ম্যাচের আগে লিস্টারশায়ারের বিরুদ্ধে ৪ দিনের অনুশীলন ম্যাচে খেলছিলেন রোহিত। বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট তিনি করলেও শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৫ রান করেন তিনি। আরও পড়ুন: Pogba: পোগবা খেলবেন এটিকে মোহনবাগানে, দাদা ফ্লোরেন্তিনকে শুভেচ্ছা পল পোগবার

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে কোভিড থাবা বসিয়েছিল ভারতীয় দলে। সেই সিরিজে চারটি টেস্ট হওয়ার পরে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। সেই টেস্ট ম্যাচটিই এ বার এজবাস্টনে হবে। ১ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড ওই পঞ্চম টেস্ট। টেস্ট সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।