BCCI Announces Women’s Squads For Sri Lanka Tour: আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের মহিলা দল ঘোষণা, নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর
Mithali Raj And Harmanpreet Kaur (Photo: Twitter)

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য (India Tour Of Sri Lanka) ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে আজ। ভারত যথাক্রমে ডাম্বুলা (Dambulla) এবং ক্যান্ডিতে (Kandy) তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। মিতালি রাজ (Mithali Raj) অবসর নেওয়ার কারণে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) ভারতের অধিনায়ক করা হয়েছে। ২৩ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৩ জুন, ২৫ জুন এবং ২৭ জুন ডাম্বুলায় তিনটি ম্যাচ খেলা হবে। ক্যান্ডিতে ১ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৪ ও ৭ জুলাই।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভিসি), শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা বস্ত্রাকার সিং, রেণুকা সিং, জেমিমা রদ্রিগেস, রাধা যাদব। আরও পড়ুন: India vs South Africa 2022: চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল ও কুলদীপ যাদব

ভারতের ওডিআই স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভিসি), শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রাকার, আমি সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল।