চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA T20I Series) থেকে ছিটকে গেলেন অধিনায়ক কেএল রাহুল (Kl Rahul)। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ (Risabh Pant)। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। আগামীকাল থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কেএল রাহুল ডান কুঁচকিতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন। কুলদীপ যাদব গতকাল সন্ধ্যায় নেটে ব্যাট করার সময় ডান হাতে আঘাত পেয়েছেন। তিনিও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন। আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জিতে এই প্রথম কর্ণাটকে হারাল উত্তরপ্রদেশ, পিছিয়ে থেকে জিতে সেমিতে রিঙ্কুরা
Team India Captain KL Rahul has been ruled out of the T20I series against South Africa owing to a right groin injury while Kuldeep Yadav will miss out in the T20I series after getting hit on his right hand while batting in the nets last evening.@Paytm#INDvSA
— BCCI (@BCCI) June 8, 2022
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি উইকেট-রক্ষক ঋষভ পন্থকে অধিনায়ক এবং হার্দিক পান্ডিয়াকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে।