আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান এবং অ্যাসেজ প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বড় লড়াই হবে বলে জানা গেছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান গ্রুপ 'এ'তে রয়েছে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং টি-২০ টুর্নামেন্টের ২০২১ সংস্করণের বিজয়ী অস্ট্রেলিয়া গ্রুপ 'বি'তে রয়েছে, গ্রুপের অন্য দুই দল আয়ারল্যান্ড ও কানাডা। টি-টোয়েন্টি কার্নিভালে মোট ২০টি দল অংশ নিচ্ছে এবং পাঁচটি করে চারটি গ্রুপে (গ্রুপ এ, বি, সি ও ডি) ভাগ করা হয়েছে। 'সি' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি এবং 'ডি' গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। চারটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল টুর্নামেন্টের সুপার এইট পর্বে উঠবে। T20 World Cup 2024 Schedule: টি-২০ বিশ্বকাপে ৯ জুন নিউইয়র্কে ভারত-পাকিস্তান
দেখুন সূচি
T20 World Cup 2024 groups. [The Telegraph] pic.twitter.com/tkNhxUqVSI
— Johns. (@CricCrazyJohns) January 5, 2024
জানা গিয়েছে, 'এ' গ্রুপে থাকা দলগুলো তাদের সব ম্যাচ (গ্রুপ পর্ব) খেলবে আমেরিকায় এবং 'বি' গ্রুপে থাকা দেশগুলো খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির একমাত্র বড় ইভেন্ট। গ্রুপ পর্বের সব ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ (যোগ্যতা অর্জন করলে) ওয়েস্ট ইন্ডিজে খেলবে ভারত। বার্বাডোস সম্ভবত সুপার ৮-এ ভারতের প্রথম আয়োজক হতে পারে। একই ভেন্যুতে ২৯ শে জুন মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদ্বোধনী আসর থেকে শুরু করে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে।