T20 World Cup 2020: পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল নিয়ে আশার আলো
টি-টোয়েন্টি বিশ্বকাপ (Photo Credits: Twitter/ @T20WorldCup)

দুবাই, ২৭ মে: ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2020) পিছিয়ে যেতে পারে। ২০২২ সালে আয়োজন হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি সূত্রে এই খবর জানা গেছে। এর ফলে আইপিএল আয়োজনের দরজা খুলে যেতে পারে। আগামীকাল যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে আইসিসি (ICC)।

আইসিসি বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, “বৃহস্পতিবার বোর্ডের সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খুব সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা হবে কি না সেটাই এখনই প্রশ্ন।” তাঁর আরও যোগ, “এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করা নিয়ে খুব কম সম্ভাবনা রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বা শীর্ষ বোর্ডগুলিও এনিয়ে কিছু বলবে।" আরও পড়ুন: Shoaib Akhtar: 'মাঠে আমরা সেরা শত্রু হতে পারতাম', কোন ভারতীয় ক্রিকেটারকে বললেন শোয়েব আখতার

ইতিমধ্যেই ভারতে ২০২১ সালের অক্টোবরে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত এবং একই ফর্ম্যাটের দুটি বিশ্বকাপ এক বছরের মধ্যে হওয়া অনুচিত বলে মনে হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত এই আলোচনা ছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আবার ফেব্রুয়ারি-মার্চ পিছিয়ে হবে। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে ৬ মাসের মধ্যে দুটি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। কারণ ব্রডকাস্টার স্টার স্পোর্টসের জন্যও তা চাপের। স্টার স্পোর্টসের এক সূত্র জানিয়েছে, অক্টোবরে ভারতে যদি আইপিএল হয় তবে ৬ মাসের মধ্যে ২টি আইপিএল এবং ২০২১ সালে ২টি বিশ্বকাপ সম্প্রচার করা চাপের