Venkatesh Iyer the star of the show (Photo Credit: X@Akaran_1)

ঘরোয়া ক্রিকেটের বড় আসরে আজ বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে সৌরাষ্ট্রকে ৬ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) সেমিফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় জয়দেব উনাদকাটের নেতৃত্বে থাকা সৌরাষ্ট্রকে।  নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭৩ রান করে তারা। সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে অপরাজিত ৮০ রান করেন চিরাগ জনির।  ১৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রজত পতিদারের(Captain Rajat Padidar) নেতৃত্বে মধ্যপ্রদেশ ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায়। ভেঙ্কটেশ আইয়ার তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান।

অন্যদিকে এম চিন্নাস্বামীতে মহম্মদ শামিদের স্বপ্নভঙ্গ করলেন হার্দিক-ক্রুণালরা। ফের একবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার যাত্রা থামল। সেই ২০১০-১১র মরসুমে বাংলা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে বাংলা শিবিরে আসেনি মুস্তাক চ্যাম্পিয়ন ট্রফি। এ বার চলতি টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী টিম বরোদার কাছে আটকে গেল বাংলা প্রথমে ব্যাট করে ক্রুনাল পান্ড্যের নেতৃত্বে বরোদা ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে। সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার শাশ্বত রাওয়াত। বাংলার হয়ে মহম্মদ শামি, কনিষ্ক শেঠ ও প্রদীপ্ত প্রামাণিক নেন দুটি করে উইকেট পান।১৭৩ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে ১৮ ওভারে ১৩১ রান তুলে অলআউট হয়ে যায় বাংলা। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৩৬ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস উপহার দেন। কিন্তু দলকে শেষ অবধি জেতাতে পারেননি। হার্দিক, লুকমান ও অতীত শেঠ নেন ৩টি করে উইকেট। ১টি উইকেট পেয়েছেন অভিমন্যু। ১৭ রানে ৩ উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা হয়েছেন লুকমান মেরিওয়ালা ।