স্টিভ স্মিথ (Photo Credits: PTI)

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টম্যাচের দ্বিতীয় দিনে প্রচারের সবটুকু আলো কেড়ে নিল স্টিভ স্মিথের (Steve Smith) চওড়া ব্যাট। এদিন ভারতের বিরুদ্ধে ২৭-তম সেঞ্চুরিটা করে ফেললেন এই অজি ব্যাটসম্যান। গত শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শতরানের বিচারে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে। মার্নাস লাবুশেন (৯৩)-র যোগ্য সঙ্গত পেয়ে দিনের শুরুতে মেজাজে অস্ট্রেলিয়ার ইনিংস টানতে থাকেন স্মিথ। তবে মানার্স লাবুশানেকে রবীন্দ্র জাদেজা (৪/৬২) ফিরিয়ে দিতেই জাঁকিয়ে বসে ভারত। অন্য কেউ সেভাবে সঙ্গ দিতে না পারলেও কার্যত নিজের দায়িত্বে দলের ইনিংস টানতে থাকেন স্মিথ। তবে শতরানের ইনিংস খেলেও শেষমেশ জাদেজার বলে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হল। আরও পড়ুন-Indian Army Troops: ১ হাঁটু বরফের মধ্যে স্ট্রেচার কাঁধে সদ্যোজাত ও মাকে নিয়ে এগিয়ে চলেছে সেনা, ভাইরাল ভিডিও

এই টেস্টে অভিষেক হল নবাগত নভদীপ সাইনির। যিনি ৬৫ বলে ২ উইকেট নিয়েছেন। একই সঙ্গে জসপ্রীত বুমরাহ ৬৩ বলে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে আজকের ম্যাচের সবথেকে দামী স্টিম স্মিথের উইকেটটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। তাঁর হাতেই অজিদের আজকে ২২ গজের দৌড় থমকে গিয়েছে। চার উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন এভাবেই অস্ট্রেলিয়া ব্যাটিং পর্ব থামিয়ে আসরে নামে টিম ইন্ডিয়া। শুরুতে রোহিত শর্মা শুভমন গিল জুটি ভাল শুরু করলেও ২৬ রানে ক্যাচ আউট হন রোহিত। অন্যদিকে টেস্ট ম্যাচের কেরিয়ারে প্রথম ৫০ করেই আউট হয়ে গেলেন শুভমন গিল।

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেটে ৯৬ রানে দ্বিতীয় দিন শুরু করে স্টিভ স্মিথের শতরান (১৩১) ও মার্নাস লাবুশানের (৯৩) রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। এদিকে নামার পরেপরেই দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯৬ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পূজারা। রাহানের সংগ্রহ ৫ পূজারার নয়। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ২২ গজে রাহানের ব্যাট ফের ঝলসে ওঠে কি না তা দেখতেও উৎসুক ভারত। অস্ট্রেলিয়াকে ছুঁতে টিম ইন্ডিয়াকে করতে হবে আরও ২৪৩ রান।