করোনাভাইরাস লকডাউনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ১৩ তম আসর অনির্দিষ্টকালীন স্থগিত। সারা বিশ্বেই সব ধরনের খেলাধুলো বন্ধ রয়েছে। তাই টিভিতেও লাইভ টেলিকাস্ট নেই। সেই কারণে এবার অভিনব উদ্যোগ নিল স্টার স্পোর্টস (Star Sports)। চ্যানেলটি তাদের অনুরাগীদের জন্য ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিচ্ছে। কারণ তারা ২৪ মে থেকে গত ১২টি আইপিএল ফাইনালের (IPL Finals) পুনঃসম্প্রচার করবে। শুরু হচ্ছে গত বছর দিয়ে, যেখানে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ফাইনাল খেলেছিল। আর শেষ হবে প্রথম আইপিএল-র ফাইনাল দিয়ে, যেখানে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং সিএসকে।
প্রতিযোগিতার ১২ বছরের ইতিহাসে কেবলমাত্র ছটি দল চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি একাধিকবার ট্রফি ঘরে তুলেছে। রোহিত শর্মার নেতৃত্বে চারবার টুর্নামেন্ট জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারাই সবচেয়ে সফল দল। এরপর রয়েছে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। তারা তিনবার শিরোপা জিতেছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স দু'বার জয়ী হয়েছে। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডেকান চার্জাস একবার করে শিরোপা জিতেছে। আরও পড়ুন: IPL 2020: আইপিএল কি হচ্ছে? কী বললেন বিসিসিআই CEO রাহুল জোহরি
২৪ মে বেলা ১১টায় ২০১৯ সালের আইপিএল ফাইনাল ম্যাচটি পুনঃপ্রচারিত হবে। এরপর দুপুর ৩টের সময় দেখানো হবে ২০১৮ সালের আইপিএল ফাইনাল। এরপর রাত ১১টায়। এবাবে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত ফাইনালগুলি পুনঃসম্প্রচারিত হবে।
কখন দেখবেন আইপিএল ফাইনালগুলি:
Date | Day | Match | Time |
May 24, 2020 | Sunday | MI vs CSK, IPL 2019 | 11:00 am |
May 24, 2020 | Sunday | CSK vs SRK, IPL 2018 | 03:00 pm |
May 25, 2020 | Monday | MI vs RSP, IPL 2017 | 11:00 am |
May 25, 2020 | Monday | SRH vs RCB, IPL 2016 | 03:00 pm |
May 26, 2020 | Tuesday | MI vs CSK, IPL 2015 | 11:00 am |
May 26, 2020 | Tuesday | KKR vs KXIP, IPL 2014 | 03:00 pm |
May 27, 2020 | Wednesday | MI vs CSK, IPL 2013 | 11:00 am |
May 27, 2020 | Wednesday | KKR vs CSK, IPL 2012 | 03:00 pm |
May 28, 2020 | Thursday | CSK vs RCB, IPL 2011 | 11:00 am |
May 28, 2020 | Thursday | CSK vs MI, IPL 2010 | 03:00 pm |
May 29, 2020 | Friday | DC vs RCB, IPL 2009 | 11:00 am |
May 29, 2020 | Friday | RR vs CSK, IPL 2008 | 03:00 pm |