আইপিএলে (IPL 2021) আজ মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে। গত ম্যাচে ডেভিড ওয়ার্নার, মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ পান্ডে, কেদার যাদব এবং ফাস্ট বোলার খলিল আহমেদকে বাদ দিয়েই একাদশ সাজিয়েছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ের বিপক্ষেও তারা একই লাইন-আপ রাখতে পারে। তবে মণীশ পান্ডের জায়গায় গত ম্যাচে খেলা প্রিয়ম গর্গ শূন্য রানে আউট হন। তাই তাঁর বদলে আজ বাঁহাতি ব্যাটসম্যান বিরাট সিংকে আনার সম্ভাবনা আছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহি লেগে চেন্নাই সুপার কিংস টানা তিনটি জয় পেয়েছে। লিগ টেবিলের শীর্ষে থেকে যেতে আজকের ম্যাচও জিততে চাইবেন এমএস ধোনি। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও ফাফ ডু প্লেসিস দারুন সূচনা করছেন, তৈরি করছেন শক্ত প্ল্যাটফর্ম। ৩ নম্বরে নেমে মইন আলি মারকুট ইনিংস খেলছেন। অম্বাতি রায়ডু, সুরেশ রায়না উভয়েই মিডল অর্ডারে নেমে রান পাচ্ছেন। তাই সব দিক থেকেই আজকের ম্যাচে এগিয়ে সিএসকে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কোথায় খেলা হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কবে ও কখন শুরু হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।
অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।