Taijul Islam (Photo Credit: FanCode/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৭ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর তৃতীয় দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) চলছে এই খেলা। বাংলাদেশের বোলাররা গতকাল উইকেট পেতে হিমশিম খেলেও আজ ঘুরে দাঁড়ায়। ফের নিজের সেরা বোলিং করেন তাইজুল ইসলাম (Taijul Islam)। তার নেওয়া ৫ উইকেটে মধ্যে সবচেয়ে বড় শিকার হলেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। তাকে তাইজুল ১৫৮ রানে আউট করেন। এছাড়া ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। তার ৮৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ২০০+ লিড পেতে সাহায্য করে। তাকে রানআউট করেন এবাদত হোসেন (Ebadot Hossain) এবং লিটন দাস (Litton Das)। SL vs BAN 2nd Test Day 3 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিনের ম্যাচ; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন লাইভ স্কোরকার্ড

এছাড়া নাইম হাসান (Nayeem Hasan) দ্রুত ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানকে ক্রিজে টিকতে দেননি। বাংলাদেশের পেস এক্সপ্রেস নাহিদ রানা (Nahid Rana) ১টি উইকেট পান। বাংলাদেশের সামনে এখন ২১১ রানের বিশাল লিড রয়েছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৪৭ রানে অলআউট হয়ে যায়। যেখানে একমাত্র সাদমান ইসলাম (Shadman Islam) ধৈর্যের সঙ্গে ৪৬ রান করেন। এছাড়া তাইজুল ইসলামকে (Taijul Islam) ৩৩ রান করেন। কলম্বোয় অভিষেক করা সোনাল দীনুশা (Sonal Dinusha) অ্যাঞ্জেলো ম্যাথিউজের অবসর নেওয়ার পর দলে জায়গা করে এই দুজনের উইকেট তুলে নেন। ২৪ বছর বয়সী বামহাতি স্পিনার ২২ রানে ৩ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন।