Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Winning Prediction: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৫ জুলাই মুখোমুখি হবে SL বনাম BAN। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচে চমৎকার করেছে এবং ৭৭ রানের জয় পেয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা (Charith Asalanka) ১২৩ বলে ১০৬ রান করেন যা তাদের ৪৯.২ ওভারে ২৪৪ রানে পৌঁছতে সাহায্য করে। এরপর বাংলাদেশ ভালো শুরু করলেও হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যেখানে তারা ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। SL vs BAN 2nd ODI Dream11 Prediction: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২০২৫
Century of Wickets for Hasaranga! 💯
Wanindu Hasaranga now has 100 ODI wickets to his name, becoming the second-quickest Sri Lankan to achieve this feat. #SLvBAN #WaninduHasaranga pic.twitter.com/4dmgX2GOjG
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 2, 2025
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের হেড টু হেডঃ
ওয়ানডে ম্যাচে এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। এই ৫৮টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৪৪ বার এবং বাংলাদেশ ১২ বার জিতেছে। ২টি ম্যাচে কোনও ফলাফল আসেনি।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম স্পিনের জন্য বেশ ভালো। তবে, নতুন বল হাতে নিয়ে গত খেলায় তাসকিন দেখিয়েছেন পেসাররাও শুরুতে অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। ধরে খেলতে পারলে এই মাঠে ব্যাটারদেরও সুযোগ রয়েছে। এখানে শেষ ৫ ওয়ানডেতে প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। এছাড়া প্রথমে ব্যাটিং করা দলগুলো শেষ ৫ ওয়ানডে জিতেছে তাই টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করতে চাইবেন।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:২৪০-২৬০ রান
দ্বিতীয় ইনিংস:২১০-২২০ রান
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমাদের Winning Prediction
শ্রীলঙ্কা এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। গত ম্যাচের জয় এবং ঘরের মাঠের বাড়তি সুবিধা তাদের এই ম্যাচে এগিয়ে দিচ্ছে। রেকর্ডও তাদের দিকেই বেশী ঝুঁকে রয়েছে। তবে বাংলাদেশ আজ যদি টসে জিতে প্রথমে ব্যাট করে তাহলে তারা কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে।
Google বলছে, আজ শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা-৭২% এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা-২৮%