Dinesh Chandimal (Photo Credit: ICC/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৯ জুন গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium, Galle) আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর তৃতীয় দিনের ম্যাচ। আজ যখন সকালে বাংলাদেশ ব্যাট করতে আসে তখন তাদের স্কোর ৪৮৪ এবং হাতে মাত্র ১টি উইকেট। তবে নাহিদ রানাকে (Nahid Rana) শূন্য রানে আউট করেন অসিথা ফার্নান্দো (Asitha Fernando)। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। শ্রীলঙ্কার হয়ে চার উইকেট পেয়েছেন অসিথা। প্রথম ইনিংসে লাহিরু উদারাকে (Lahiru Udara) ২৯ রানে আউট করেন তাইজুল ইসলাম (Taijul Islam)। এরপর ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ইনিংসের হাল ধরেন পাথুম নিসানকা (Pathum Nissanka) এবং দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal) এবং দলের স্কোর ১০০ পার করান। SL vs BAN 1st Test Day 3 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, তৃতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট তৃতীয় দিনের স্কোরকার্ড

এর আগে টসে জিতে গলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। টানা দুই দিন এবং আজ সকালেও ব্যাটিং করে তারা। প্রথম দিনেই সেঞ্চুরি করেন শান্ত এবং মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। এরপর দ্বিতীয় দিনে ১৫০ রান থেকে ২ রান কমে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক। তার সঙ্গে মুশফিকুর ২৪৭ রানের জুটি গড়েন। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মনোযোগ নষ্ট হয়ে যায়। এরপর মুশফিকুর ১৬৯ রানে এবং লিটন দাস (Litton Das) ৯০ রানে আউট হয়ে যান। এরপর তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে এবং বাংলাদেশ ৪৫৮/৪ স্কোর থেকে ৪৮৪/৯ হয়ে যায়।