BAN vs SL (Photo Credit: ICC/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Winning Prediction: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ জুলাই মুখোমুখি হবে SL বনাম BAN। পাল্লেকেলের পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium, Pallekele) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? শ্রীলঙ্কা তৃতীয় এবং শেষ ওয়ানডে জিতে ঘরের মাঠে আরেকটি সিরিজ জিতে নিয়েছে। তারা বাংলাদেশকে ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী। টেস্ট এবং ওয়ানডে সফরে বাংলাদেশের হাতে এসেছে শুধু হতাশা। এখন টি২০ অধিনায়ক লিটন দাস (Litton Das) তাদেরকে কিছু সাফল্যে এনে দিতে পারবেন কি সেটাই দেখার। SL vs BAN 1st T20I Dream11 Prediction: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচ ২০২৫

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচের হেড টু হেডঃ

টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। এই ১৭টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১১ বার এবং বাংলাদেশ ৬ বার জিতেছে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ বেশ ব্যালেন্সড, যা ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই উপযুক্ত। এখন পর্যন্ত, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে ২৬টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে ১০টি ম্যাচ জিতেছে চেস করা দল এবং প্রথমে ব্যাটিং করা দলগুলো জিতেছে বেশিরভাগ ম্যাচ। তাই টস জয়ী দল এখানে প্রথমে ব্যাটিং করতে পছন্দ করবে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৪৫-১৬৫ রান

দ্বিতীয় ইনিংস:১২০-১৩০ রান

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচে আমাদের Winning Prediction

শ্রীলঙ্কা এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। গত ম্যাচের জয় এবং ঘরের মাঠের বাড়তি সুবিধা তাদের এই ম্যাচে এগিয়ে দিচ্ছে। রেকর্ডও তাদের দিকেই বেশী ঝুঁকে রয়েছে। তবে বাংলাদেশ আজ যদি টসে জিতে প্রথমে ব্যাট করে তাহলে তারা কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এছাড়া দলে থাকা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান প্রথম দিকে উইকেট নিয়ে দলকে বাড়তি সুবিধা দিতে পারেন

Google বলছে, আজ শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা-৭১% এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা-২৯%