শ্রীলঙ্কায় শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। চার বছর পর ফিরেছে এই টুর্নামেন্ট। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে আয়োজক দলকে হারিয়ে বিজয়ী হয়েছিল পাকিস্তান। ২০১৭ ও ২০১৮ সালে পরপর শিরোপা জেতা শ্রীলঙ্কা সবচেয়ে সফল দল। ভারত ২০১৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জিতেছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের 'এ' দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত এ, ওমান 'এ' এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। রাউন্ড রবিন লড়াইয়ের জন্য দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ৫০ ওভারের টুর্নামেন্টের সেমিফাইনালে যাবে। আগামী ২৩ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের একমাত্র দিবা-রাত্রির ফাইনাল। BAN A vs Oman A, ACC Emerging Asia Cup Live Streaming: বাংলাদেশ 'এ' বনাম ওমান 'এ', ইমার্জিং এশিয়া কাপ, সরাসরি দেখবেন যেখানে
শ্রীলঙ্কা 'এ' দল: ডুনিথ ওয়েলালেজ (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, মিনোদ ভানুকা, আভিস্কা ফার্নান্দো, লাসিথ ক্রোসপুলে, সাহান আরাচিগে, আশেন বান্দারা, লাহিরু উদারা (উইকেটরক্ষক), জানিথ লিয়ানাগে, বিনুরা ফার্নান্দো, লাহিরু সামারাকুন, ইসিথা উইজেসুন্দরা, চামিকা করুনারত্নে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্ত।
আফগানিস্তান 'এ' দল: শহীদুল্লাহ কামাল (অধিনায়ক), ইকরাম আলিখিল( উইকেটরক্ষক), ইসহাক রহিমি, রিয়াজ হাসান, ইহসানউল্লাহ জান্নাত, নূর আলী জাদরান, জুবাইদ আকবরি, বাহির শাহ, আল্লাহ নূর নাসিরি, শরাফুদ্দিন আশরাফ, ইজহারুল হক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, ইব্রাহিম আবদুল রহিমজাই, সেলিম সাফি, জিয়া ইউর রহমান আকবর ও বিলাল সামি।
রিজার্ভ: আব্দুল মালিক, আসগর অটল, আব্দুল বাকি, জুহাইব জামানখিল
🏏🔥 Sri Lanka 'A' is gearing up to take on Afghanistan 'A' in their second game of the ACC Men's Emerging Teams Asia Cup 2023 at CCC Grounds. 💪🇱🇰
A victory here will secure crucial points to cement a spot in the semi-finals. #SLvAFG #ACCMensEmergingTeamsAsiaCup pic.twitter.com/7dlKDtw0Di
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 15, 2023
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ'র ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ ভারতে এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ?
শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ', ইমার্জিং এশিয়া কাপ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।