সুশান্তের মৃত্যুতে বিষাদের সুর শোয়েব আখতারের (Photo Credits: Getty Images/ Instagram)

সুশান্ত সিং রাজপূতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের শোকের ছায়া এখনও অব্যাহত। এম এস ধোনির বায়োপিকের পর বিদেশের ক্রিকেট মহলেও তাঁর সুনাম হয়েছিল। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, যুবরাজ সিং সকলেই মুষড়ে পড়েন। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) এটি ভিডিওতে সুশান্তকে নিয়ে দুঃখপ্রকাশ করেন। সুশান্তের কিছু পুরোনো কথা এই প্রসঙ্গে টেনে আনেন।

২০১৬ সালের এক ঘটনার কথা উল্লেখ করেছেন শোয়েব আখতার। মুম্বইয়ের অলিভ হোটেল থেকে তিনি চেক-আউট করছিলেন, ঠিক সেই মুহূর্তেই সেখানে অভিনেতা সুশান্তের আগমন ঘটেছিল। শোয়েব বলেছেন, ‘মুম্বইয়ের অলিভ হোটেলে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। সত্যি কথা বলতে গেলে সেই সময়ে দেখে ওকে আমার আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল না। মাথা নীচু করে আমার সামনে দিয়ে চলে গেল। তখনই আমার এক বন্ধু আমাকে বলল যে, ও ধোনির বায়োপিক করছে।’ আরও পড়ুন, কাশ্মীরে শহিদ সবংয়ের CRPF জওয়ান শ্যামল কুমার দে-কে চিরবিদায়

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আফসোস করছেন এই ভেবে যে, যদি সেদিন প্রয়াত অভিনেতার সঙ্গে কথা বলতে পারতেন, জীবনযুদ্ধ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতেন, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না। শোয়েব বলেছেন, ‘এখন আমার আফসোস হচ্ছে কেন সেদিন ওকে থামিয়ে ওর সঙ্গে কয়েকটা কথা বললাম না।আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ওর সঙ্গে ভাগ করে নিতে পারতাম। হয়তো সেই কথাগুলো জীবন সম্পর্কে ওকে অন্যভাবে ভাবতে শেখাত। কিন্তু ও যে এরকম একটা পদক্ষেপ নিয়ে ফেলবে কে জানত! আর এখন আমার আফসোস করে কোনও লাভ নেই।’ যোগ করেছেন, ‘ওর অভিনয় দেখেছি। সুশান্ত খুবই বিনয়ী ছেলে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজে নাম করেছে। ধোনি ছবিতে ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আত্মহত্যা কখনওই কোনও সমাধান নয়।’