বহুদিন পরে আবারও খবরের শিরোনামে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। চলতি ২০২৪ সালের ২৪ অগস্ট মাঠ থেকে অবসরের ঘোষণা করেন শিখর। জানিয়ে দেন, সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন তিনি। ভারতীয় দলে প্রায় দু’বছর ব্রাত্য ছিলেন ধাওয়ান। শুধু আইপিএলে খেলছিলেন। সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে ফেরার। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি তিনি। সেই কারণেই অবসর নিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে ধাওয়ান বলেছিলেন, “আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। ১৮-১৯ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা করছিল না। গত দু’বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। শুধু আইপিএল খেলছিলাম। তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছি।” সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও লেজেন্ডস ক্রিকেট লিগে খেলতে দেখা গিয়েছিল ধাওয়ানকে।
শুধু ক্রিকেটের ২২ গজে নয়, জীবনের ২২ গজেও ঝড় বয়ে গিয়েছিল ধাওয়ানের। গত ৪ অক্টোবর, ২০২৩-এ দিল্লির একটি পারিবারিক আদালতে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সাম্প্রতিক অতীতে এক বার মিতালি রাজের সঙ্গে তাঁর বিয়ের সম্ভাবনা ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছিল। মহিলাদের ক্রিকেট দলের দীর্ঘ দিন অধিনায়ক ছিলেন মিতালি। সেই গুজবের সত্যতা নিয়ে একটি টক শোতে মুখ খোলেন শিখর। এরপর বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে তাঁর নাম জড়ায়। হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ডাবল এক্সেল সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন শিখর ধাওয়ান। এরপরই কানাঘুষো শোনা যায় বিয়ে করতে চলেছেন তারা। ভাইরাল হয় শিখর ও হুমা কুরেশির একটি ঘনিষ্ঠ ছবিও। তবে বাস্তবে, শিখর ধাওয়ান এবং হুমা কুরেশি একসঙ্গে কোনও ছবি ক্লিক করেননি। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।