Shardul Thakur (Photo: BCCI)

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021 ) জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। আজ তাঁকে সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি দলে যুক্ত করেছে। অলরাউন্ডার অক্সার প্যাটেল (Axar Patel), যিনি ১৫ সদস্যের মধ্যে ছিলেন, তিনি এখন স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে থাকবেন। জল্পনা ছিল  পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর হয়তো আইপিএলে একেবারেই বল না করায় হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে ঢুকবেন। কিন্তু অক্সারের চোটে শার্দুলের কপাল খুলল

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন , শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

স্ট্যান্ড-বাই খেলোয়াড়: শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্সার প্যাটেল।

টিম ইন্ডিয়াকে প্রস্তুতিতে সহায়তা করবে যে সব ক্রিকেটার: আবেশ খান, উমরান মালিক, হর্ষাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কটেশ আইয়ার, কর্ণ শর্মা, শাহবাজ আহমেদ এবং কে গৌতম।