Shakib Al Hasan, BAN vs SL: চোখে সমস্যা! শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি সাকিব-আল-হাসান
Blurred Vision Affected Shakib's Batting Photo Credit: Twitter@cricbuzz

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মানসিক চাপের কারণে বাম চোখে ঝাপসা দৃষ্টিতে ভুগছেন সাকিব। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচে ব্যাট করতে না নেমে রংপুর রাইডার্সের হয়ে অলরাউন্ডারের চেয়ে স্পিনার হিসেবেই বেশি কাজ করছেন তিনি। বিপিএলের পর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। Cricbuzz-এর খবর অনুসারে, বাঁ চোখে রেটিনার সমস্যা ধরা পড়া সাকিবকে ভালো চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। সম্প্রতি বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই অলরাউন্ডার, এমনকি ইংল্যান্ড ও সিঙ্গাপুরেও গিয়ে সেখানকার শীর্ষস্থানীয় চিকিৎসকদের মতামত নিচ্ছেন। তবে সাকিবের চোখে ঠিক কী সমস্যা তা এখনো জানা যায়নি। BAN vs PAK, ICC U19 WC Video Highlights: হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তানের ছোটরা, বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাইডার্স ৭৭ রানের জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে তার প্রাপ্যতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে সাকিব সাংবাদিকদের বলেন, 'সময়ই বলে দেবে'। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার ভবিষ্যত নিয়েও তিনি বোর্ডের সঙ্গে কথা বলবেন সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এখনও টুর্নামেন্ট খেলছি। আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব (শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বা না খেলার বিষয়ে)।' এর আগে তিনি জানিয়েছিলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে আর থাকতে চান না তিনি। এখন সাকিব জানান, 'আমি বোর্ডের সঙ্গে কথা বলেই এ বিষয়ে (ওয়ানডে অধিনায়কত্ব) সিদ্ধান্ত নেব।'

সাকিব রাইডার্সকে তার অলরাউন্ড সার্ভিস দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি যত বেশি রান করব, তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। রান না থাকলে ছন্দ খুঁজে পাই না। আমি আমার জীবনে কখনও এটা করিনি (যেমন) শুধু একটা দলের সঙ্গে খেলেছি। রংপুর রাইডার্সের হয়ে এটা আমার মনে হচ্ছে এই প্রথম। তাদের প্রত্যাশার মাত্র অর্ধেক পূরণ করতে পেরেছি।'