![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/02/34-1-380x214.jpg)
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: ২০২৩ এশিয়া কাপের আসর নিয়ে চলমান বিতর্কের মাঝে এশিয়া কাপে পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর সিদ্ধান্তের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান নির্বাচক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তথাপি, বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah), যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতিও, গত বছরই ভারতীয় দল চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তানে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং নিরপেক্ষ ভেন্যুতে ইভেন্টটি স্থানান্তরিত করার দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য একদিবসীয় বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছে পাকিস্তান।
এই প্রসঙ্গে সামা টিভিকে আফ্রিদি বলেছেন, "কেউ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে এবং তার পর এমন কড়া ডাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তা সহজ নয়। তাদের অনেক কিছু দেখতে হবে। 'ইন্ডিয়া অগর আঁখে দেখা রহা হ্যায়' বা 'ভারত যদি আপনাদের চোখ দেখায়' বা 'এত কড়া অবস্থান নেয়', তাহলে তারা নিজেদের এতটা শক্তিশালী করে তুলেছে, তাই তারা এভাবে কথা বলতে পারছে।" তিনি আরও বলেন, "আমার কোনও ধারণাই নেই, ভারত কি পাকিস্তান সফরে যাবে এশিয়া কাপে? আমরা কি ভারতে একদিবসীয় বিশ্বকাপ বয়কট করব? কিন্তু কোনও না কোনও সময়ে আমাদের অবস্থান নিতেই হবে। এ ক্ষেত্রে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাদের এগিয়ে আসা উচিত, কিন্তু আমি বলতে চাই যে আইসিসিও বিসিসিআইয়ের সামনে কিছু করতে পারবে না।"
চলতি মাসের শুরুতে বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে বিসিসিআই সচিব শাহ ও পিসিবি চেয়ারম্যান শেঠিসহ এসিসি বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এশিয়া কাপের ভেন্যু নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।