Pakistan Cricket Team Tests COVID-19 Positive: ইংল্যান্ডে সিরিজের আগে বিপাকে পাকিস্তান! মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ-সহ আরও সাত ক্রিকেটার করোনায় আক্রান্ত
ফখর জামান (Photo: Getty Images)

করাচি, ২৩ জুন: সামনেই ইংল্যান্ড সিরিজ, তার আগে বড়সড় ঝটকা খেল পাকিস্তান ক্রিকেট টিম (Pakistan Cricket Team)। রবিবার পাকিস্তানের তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও সাত জনের রিপোর্ট পজিটিভ (COVID-19 Positive) আসে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পিসিবি-র তরফে এই ১০ জন ক্রিকেটারদের করোনা আক্রান্তের কথা জানানো হয়েছে।

এঁদের মধ্যে রয়েছেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ। সোমবার পাক বোর্ড জানিয়েছিল- হায়দর আলি, হ্যারিস রউফ এবং শাদাব খানের করোনাক্রান্তের কথা। পাশাপাশি তারা জানিয়েছিল বাকি খেলোয়াড় ও স্টাফদের করোনা টেস্ট করা হবে। মঙ্গলবার এই রিপোর্ট আসার কথা। আশঙ্কা সত্যি করে করোনা পজিটিভ পাওয়া যায় সাত জন ক্রিকেটারের। আরও পড়ুন, করোনায় আক্রান্ত টেনিস তারকা নোভাক জোকোভিচ ও তাঁর স্ত্রী সেলেনা, টুর্নামেন্ট নিয়ে সমালোচনার ঝড় আরও তুঙ্গে

দু'জন পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও উসমান সিনওয়ারির রিপোর্ট নেগেটিভ এসেছে। ততাঁরা ২৪ জুন লাহোর আসবেন। এখন প্রশ্ন উঠেছে, যে দলের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত সেই দল কীভাবে ইংল্যান্ডে সিরিজ খেলবে? এখনও শোয়েব মালিক ও অন্যান্য সিনিয়র ক্রিকেটার-সহ কোচের টেস্ট করা বাকি আছে। এদিকে দক্ষিণ আফ্রিকা টিমেও করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। তারা ১০০-র ও বেশি নমুনা সংগ্রহ করে টেস্ট করিয়েছে।

অন্যদিকে আজই করোনায়  আক্রান্ত হন টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। তিনি নিজেই নিজের করোনা রিপোর্ট (COVID-19 Positive) পজিটিভ আসার কথা জানান। ক্রোয়েশিয়া থেকে নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে ফিরে সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলেন জোকোভিচ। আজ সেই রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে।