Bengal Pro T20 League 2025 (Photo Credit: @bengalprot20/ X)

Servotech Siliguri Strikers vs Murshidabad Kings, Bengal Pro T20 League 2025: সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ১৬ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ১৯ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে দিনের ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। এই মরসুমে টানা দুই ম্যাচ হারার পর বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছেতানর্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের। কলকাতায় এই সপ্তাহে নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছে ফলে বেঙ্গলের এই লিগ খুব প্রভাবিত হয়েছে। শিলিগুড়ি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ কিংসের এই মরসুম ভালো খারাপ মেশানো। তাদেরও শেষ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। চারটি ম্যাচে ২টি জয়, একটি হার এবং একটি ফলাফলহীন ম্যাচে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। SL vs BAN 1st Test Day 3 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, তৃতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

১৯ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স বনাম মুর্শিদাবাদ কিংস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।