Border Gavaskar Trophy 2024-25: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। দলে একমাত্র পরিবর্তন হিসেবে স্পিডস্টার জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) জায়গায় স্কট বোল্যান্ড (Scott Boland) এসেছে। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বলের টেস্টে ভারতের বিপক্ষে খেলা একাদশের বাকি দল অপরিবর্তিত রয়েছে। এদিকে সিরিজের প্রথম ম্যাচে চোট পেলেও নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত পেসার হ্যাজেলউড। দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দলে ছিলেন বোল্যান্ড। ২০২৩ সালের অ্যাসেজের পর টেস্ট দলে ফিরছেন এই পেসার। তিনি ছাড়াও আনক্যাপড পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে তাদের পেসের কারণে বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। পার্থে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়া শিবিরে ফাটলের গুঞ্জন শোনা গিয়েছিল। Don Bradman Baggy Green: প্রায় ৩ কোটি টাকায় বিক্রি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে ডন ব্র্যাডম্যানের আইকনিক ব্যাগি গ্রিন
CONFIRMED!
Scotty Boland is back 🥳
MORE 👉 https://t.co/SzANV2KjOw#AUSvIND pic.twitter.com/0bIedDKzSW
— Fox Cricket (@FoxCricket) December 5, 2024
প্রথম টেস্টে ২৯৫ রানে হারের পর সংবাদ সম্মেলনে হ্যাজেলউডের মন্তব্যের কারণে দ্বিতীয় টেস্টে না খেলার কারণ অনেকেই আন্দাজ করেছে। তবে অধিনায়ক কামিন্স নিজেসহ অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই এমন মনোমালিন্যের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এদিকে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পরে অ্যাডিলেডে এটি বোল্যান্ডের দ্বিতীয় পিঙ্ক বলের টেস্ট হবে। সেখানে তিনি ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। ভারতের বিপক্ষে দারুণ রেকর্ড ডানহাতি এই পেসারের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের ফাইনালে তাঁর পরিসংখ্যান ছিল ১০৫ রানে ৫ উইকেট। সেই টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে কার্যকর বোলার ছিলেন কারণ তারা ২০৯ রানে জিতে শিরোপা জিতেছিল।
অস্ট্রেলিয়ার একাদশ উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।