জ্যামাইকার স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। শেষ টেস্টে যে এত চমক বাকি আছে তা হয়ত কোন ক্রীড়াপ্রেমী আন্দাজ করতে পারেননি। স্যাবাইনা পার্কের ম্যাচটিতে নাথান লায়নের জায়গায় দলে এসেছিলেন স্কট বোল্যান্ড। তবে লায়নকে বাদ দিয়ে যে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ভুল করেনি তা বুঝিয়ে দিয়েছেন বোল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর তাতে নাম লিখিয়েছেন টেস্ট ক্রিকেটের শত বছরের এক রেকর্ডেও। গত ১১৫ বছরের মধ্যে বোল্যান্ডের বোলিং গড়ই টেস্টের সেরা। এরপর দ্বিতীয় ইনিংসেও হ্যাটট্রিক করেন ৩৬ বছর বয়সী এই অজিপেসার। রইল সেই মুহুর্তের ভিডিও-
বোল্যান্ডের হ্যাটট্রিকঃ-
Boland’s Hat-trick Lights Up Sabina 🔥
Scott Boland rips through West Indies with a searing hat-trick as they collapse for 27 all out — their lowest Test score ever 😧#WIvAUS pic.twitter.com/uc8iPj3dS6
— FanCode (@FanCode) July 14, 2025
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৮১ রানের লক্ষ্যমাত্রা দেয় ক্যারিবিয়ানদের সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংসে অপেক্ষা করছিল এক অসাধারণ ক্রিকেটের। নিজের শততম ম্যাচ খেলতে নামা স্টার্ক নিজের প্রথম ওভারেই তুলে নেন তিনটি উইকেট। এরপর টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ডটিও গড়ে ফেলেন এই পেসার আর সেই পথেই পূর্ণ হয় তাঁর ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক। স্টার্কের এই বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে চোখের পলকে। সেই সময় স্টার্ক-কে যোগ্য সঙ্গত করে স্কট বোলান্ডও রেখে গেলেন নিজের ছাপ। ২৬ রানে ৬ উইকেট থেকে পরপর তিন বলে জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ফিরিয়ে দিয়ে করলেন হ্যাটট্রিক, আর ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেক পুঁতে করে দিলেন ২৬রানে ৯ উইকেট।