South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 2nd ODI Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ কেপটাউনের নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতা ফেরাতে চাইবে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে তিন উইকেটের রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচ সিরিজে লিড নেয় পাকিস্তান। পার্লের বোল্যান্ড পার্কে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন আয়োজকদের হয়ে সর্বোচ্চ ৯৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮৬ রান করেন। রায়ান রিকেলটন ৩৮ বলে মূল্যবান ৩৬ রান করেন। পাকিস্তানের সলমন আগা ৪টি ও আবরার আহমেদ ২টি উইকেট নেন। তবে রান তাড়া করতে নেমে ১১৯ বলে ১০৯ রানের দুর্দান্ত সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। সলমন ব্যাট হাতেও ৯০ বলে ৮২* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আগা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। SA vs PAK Test Series: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ফিরছেন কেশব মহারাজ
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
🟢🟡Match Day
The Proteas are still in it, as they take on Pakistan in the 2nd ODI at World Sports Betting Newlands Cricket Ground, Cape Town!🇿🇦vs🇵🇰
Watch them battle it out to level the series at 1-1, before heading up to Joburg.🏏💥
📺Watch the action on SuperSport Channel… pic.twitter.com/ASzQzMcb2Y
— Proteas Men (@ProteasMenCSA) December 19, 2024
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ টনি ডি জোরজি, রায়ান রিকেলটন, র্যাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক) ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), মার্কো জ্যানসেন, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাডা, ওটনেল বার্টম্যান, তাবরিজ শামসি, কেশব মহারাজ, ডেভিড মিলার, টেম্বা বাভুমা, কোয়েনা মাফাকা।
পাকিস্তান স্কোয়াডঃ সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গোলাম, সলমন আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ, উসমান খান, তাইয়েব তাহির, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম।
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
১৯ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।