South Africa National Cricket Team vs India National Cricket Team, 4th T20I: শুক্রবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচটি উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। ভারত বর্তমানে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় নিশ্চিত করার পরে সুবিধা ধরে রেখেছে এবং সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ৬১ রানের দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। তবে, দ্বিতীয় খেলায় দক্ষিণ আফ্রিকা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং লো স্কোরিং ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা আনে। শেষ ম্যাচে ভারত তিলকের শতকের সুবাদে সাবলীলভাবে জয় পায়। টিম ইন্ডিয়ার হয়ে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার সাম্প্রতিক সেঞ্চুরির পাশাপাশি অভিষেক শর্মার বিস্ফোরক প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের ফর্ম নিয়ে শঙ্কায় রয়েছে ভারত। ভারতীয় বোলার বিশেষ করে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই প্রোটিয়াদের চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। SA vs IND 3rd T20I Scorecard: তিলকের শতকে জয়, বুমরাহকে টপকে টি২০ ক্রিকেটে ভারতের সেরা অর্শদীপ
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
A lovely evening at Joburg 😊
The Consulate General of India, Johannesburg hosted #TeamIndia for dinner yesterday ahead of the fourth T20I. #SAvIND | @indiainjoburg pic.twitter.com/6xpETwijIF
— BCCI (@BCCI) November 15, 2024
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপোংওয়ানা, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি), ট্রিস্টান স্টাবস।
ভারত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, আবেশ খান, যশ দয়াল।
কবে, কোথায় আয়োজিত দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ?
১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (The Wanderers Stadium, Johannesburg) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, চতুর্থ টি২০ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।