South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১১ জুন মুখোমুখি হবে SA বনাম AUS। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে শীর্ষ দুই দলের হিসাবে এই ফাইনাল খেলবে। টেস্টের এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে খেতাবের লড়াইয়ে নামবে তারা। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ধারাবাহিক ফাইনাল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতের প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে পৌঁছানো আশা শেষ করে দেয়। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টেস্টে দারুণ করে তাদের দীর্ঘ-অপেক্ষিত আইসিসি ট্রফির জন্য আরেকটি সুযোগ পেয়েছে। SA vs AUS, WTC 2025 Final Winning Prediction: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার WTC 2025 Final ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final
It's almost time ⏳
South Africa and Australia face off in the Ultimate Test from tomorrow 🤩
All you need to know ➡️ https://t.co/SSsSiOKUj2 pic.twitter.com/5s04WKF76i
— ICC (@ICC) June 10, 2025
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ?
১১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় ৩ঃ৩০টেয়।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে এবং বাংলাদেশে টফি (Toffee) অ্যাপে।