
South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৩ জুন খেলার তৃতীয় দিনে SA বনাম AUS মুখোমুখি হয়েছে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London)। গতকাল অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধার করার পর মিচেল স্টার্কের (Mitchell Starc) হাফ সেঞ্চুরি আজ দলকে জয়ের দিকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। অজি এই পেসার ১৩৬ বলে ৫৮ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। গতকাল ১৪৪/৮ স্কোরে খেলা শুরুর পর প্রথম ওভারেই নাথান লায়নকে (Nathan Lyon) আউট করেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। এরপর স্টার্ক স্লোভাবে খেলা ধরে রেখে দলকে ২০৭ রানে নিয়ে যান। জশ হ্যাজেলউড (Josh Hazlewood)-ও ধরে খেলে ৫৩ বলে ১৭ রান করেন। SA vs AUS Players in Black Armbands: কালো আর্মব্যান্ড হাতে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড
A formidable final-wicket partnership from Australia sets a daunting target for the Proteas to chase 🔥
Follow the action LIVE ➡️ https://t.co/pQ7yVByD1d pic.twitter.com/qZhp8Dzqsq
— ICC (@ICC) June 13, 2025
কিন্তু শেষ পর্যন্ত এইডেন মার্করাম (Aiden Markram)-এর বলে আউট হলে অস্ট্রেলিয়া ২০৭ রানে অলআউট হয়ে যায়। লর্ডসে ইতিহাস গড়তে হলে দক্ষিণ আফ্রিকার এখন প্রয়োজন ২৮১ রান। তাদের হয়ে রাবাডা ৪ উইকেট নিয়েছেন। এর আগে লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) অসামান্য বোলিংয়ে অজিরা ৭৩ রানে ৭ উইকেট হয়ে যায় অস্ট্রেলিয়া কিন্তু তাদের দ্রুত আউট করে অ্যাডভান্টেজ নিতে পারেনি বাভুমারা। অস্ট্রেলিয়া সপ্তমবার প্রথম সাতটি উইকেট ৭৫-এর কমে হারিয়ে, টেস্ট ইনিংসে ১৫০ পেরিয়ে গেছে, যা এই শতকের প্রথম ঘটনা। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা দ্বিতীয়বার এমন কাজ করেছে এবং ইংল্যান্ডে খেলা টেস্ট ম্যাচে এটি পঞ্চম ঘটনা। এদিকে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত টেস্টে ২৫০-এরও বেশি স্কোর পাঁচবার সফলভাবে চেজ করেছে, যাদের মধ্যে তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যার মধ্যে শেষটি ছিল ২০০৮ সালে। আজ সেটা করতে পারে কিনা সেটাই দেখার।