আজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। একসময় বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দারুণভাবে হতাশ করেছে। অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত শুরু করে জয়ের ছন্দে ফিরতে মরিয়া তারা। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে ১১১ রানের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। নাথান এলিস এবং শন অ্যাবোটের নেতৃত্বাধীন বোলাররা আয়োজকদের একটি ভাল ব্যাটিং পিচে কম রানে আটকে দেওয়ার দায়িত্ব নেয়। রিজা হেনড্রিকস ও দেওয়াল্ড ব্রেভিসকে আউট করে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ভেঙে দেন নাথান এলিস। ৪৬/৪ থেকে এইডেন মার্করাম এবং ত্রিস্তান স্টাবসের মধ্যে ৫১ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে স্থিতিশীল করে। মার্করামের চেষ্টায় ১৬০ রানের মাইলফলক অতিক্রম করে প্রোটিয়ারা। অ্যাবট এবং এলিস পুরো ইনিংস জুড়ে দুর্দান্ত ছিলেন, ব্যাটসম্যানদের খুব কমই টিকে থাকার সুযোগ দেন। অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে শুরু করে এরপর শর্ট এবং মার্শের মাত্র ৪৫ বলে ১০০ রানের জুটিতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। Durand Cup 2023 Final Live Streaming: ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
🗓️GAME DAY!
Another SOLD OUT Hollywoodbets Kingsmead Stadium as the Proteas take on Austraila🇦🇺 in the final #KFCT20I match
⏰14:00
🏟️Hollywoodbets Kingsmead Stadium
📺@SuperSportTV Grandstand (Ch. 201)#BePartOfIt #SAvAUS pic.twitter.com/UR3jfmb6UW
— Proteas Men (@ProteasMenCSA) September 3, 2023
দক্ষিণ আফ্রিকা টেম্বা বাভুমা, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), দেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেরা, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জোস ইংলিস, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ?
৩ সেপ্টেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে (Kingsmead, Durban) তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে এবং ফ্যানকোডে।